Swimming pool rules
সুইমিংপুল ব্যাবহারের নিয়মাবলী
(১) সুইমিংপুল ব্যবহার করা যাবে
( সকাল ১১ টা থেকে দুপুর ২টা ও দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত )
( দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত সুইমিংপুল ব্যবহার করা যাবে না )
(২) প্রতি গেস্ট ১ বার ( সর্বচ্চ ১ ঘণ্টা সুইমিংপুল ব্যাবহার করিতে পারিবেন )
(৩) গোসল করে সুইমিংপুলে নামতে হবে । সুইমিং কস্টিউম ব্যাবহার করুন ।
(৪) সুইমিংপুলে থুতু ফেলা যাবে না, সুইমিংপুলে নামার আগে টয়লেট ব্যাবহার করুন ।
(৫) প্রতিজন ১ ঘণ্টার বেশি সুইমিংপুল ব্যাবহার করিবেন না ।
(৬) সুইমিংপুলে ফুটবল, ভলিবল খেলা নিষেধ । পান / ভোজন নিষেধ ।
(৭) লাইভগার্ড ব্যাতীত ১২ বৎসরের নিচে বাচ্চাদের সুইমিংপুল ব্যাবহার নিষেধ ।
(৮) জুতা, সেন্ডাল পরিয়া পুল এরিয়াতে প্রবেশ নিষেধ।
(৯) পুল এরিয়াতে ধূমপান নিষেধ । ডাইভ দেওয়া যাবে না । জাম্প দেওয়া যাবে না ।
(১০) সুইমিংপুলে পা ধোয়া যাবে না । অশালীন আচরণ নিষেধ ।
(১১) গাছের ফুল ও ফল ছিঁড়া যাবে না । আয়া / বুয়া / ড্রাইভার দের পুলে প্রবেশ নিষেধ ।
(১২) মূল্যবান জিনিষ নিজ দায়িত্তে রাখিবেন । খোয়া গেলে কর্তৃপক্ষ দায়ী নহে ।
(১৩) অনুগ্রহ করিয়া আবর্জনা নিদৃষ্ট জায়গায় ফেলুন । ধন্যবাদ
বৃহস্পতিবার : পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( খোলা )
শুক্রবার : পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( খোলা )
শনিবার : পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( খোলা )
রবিবার : পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( খোলা )
সোমবার : পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( খোলা )
মঙ্গলবার :পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( বন্ধ )
বুধবার :পুল –১ ( খোলা ), পুল –২ ( খোলা ), পুল-৩ ( বন্ধ )